Bashundhara Tissue_ Autism_ Na Bujhlei Bojha (Restaurant)

বিদেশি ভাষা না বুঝলে যেমন সেটা আমাদের কাছে অর্থহীন মনে হয়, তেমনি অটিজমের বিষয়টা আমরা বুঝি না বলেই অটিজমগ্রস্ত মানুষদের আমরা বোঝা মনে করি।

সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে, বাংলাদেশে বর্তমানে প্রতি হাজারে ২ জন মানুষ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন। অটিজম সম্পর্কে আমাদের অজ্ঞতা ও নানা রকম প্রচলিত ভুল ধারণার কারণেই সমাজে অটিজমগ্রস্ত মানুষের বেঁচে থাকা আরো কঠিন হয়ে ওঠে। অথচ, ওদের জীবন কিছুটা সহজ করে তুলতে আমাদের একটু ধৈর্য, একটু সহানুভূতিই যথেষ্ট। অটিজমের কোনো স্থায়ী চিকিৎসা না থাকলেও সঠিক যত্ন এবং প্রশিক্ষণের মাধ্যমে অটিজমগ্রস্ত মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক করে আনা যায়। এই লক্ষ্যেই, বসুন্ধরা টিস্যু ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতি প্যাক বিক্রির টাকা থেকে ১ টাকা করে দিয়ে আসছে বসুন্ধরা স্পেশাল চিল্ড্রেন ফাউন্ডেশন-এর উন্নয়নে। আসুন, সব অশুদ্ধ ধারণা ভেঙে আমরাও অটিজম সম্পর্কে জানি। না বুঝেই ওদের আমরা বোঝা না মনে করি।

অটিজমকে বিস্তারিতভাবে বুঝতে ভিজিট করুন:
https://www.bashundharatissue.com/autismawareness/

Comments are closed.